Add more content here...
Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বালিয়াকান্দিতে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্টজাল  আগুনে পুড়িয়ে ধ্বংস রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের রৌমারীতে কাঠের ব্রিজ নির্মাণ করে দিলেন এমপি এ্যাড. বিপ্লব হাসান পলাশ ইউএনও-র সাথে কারিগরি কলেজের অধ্যক্ষদের মতবিনিময় কালীগঞ্জ উপজেলার গোড়লে মধ্যযোগী কায়দায় বড় ভাবিকে নির্যাতন রৌমারীতে কলেজের বিলসিট ছিনিয়ে নেওয়ার অভিযোগ ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ইয়াবাসহ এক নারী আটক ভোলায় মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
নোটিশঃ
প্রিয়" পাঠকগণ", "শুভাকাঙ্ক্ষী" ও প্রতিনিধিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে:- কিছুদিন যাবত কিছু প্রতারক চক্র দৈনিক ক্রাইম তালাশ এর নাম ব্যবহার করে প্রতিনিধি নিয়োগ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। তার সাথে একটি সক্রিয় চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে "দৈনিক ক্রাইম তালাশ"কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখবেন "দৈনিক ক্রাইম তালাশ" এর অফিসিয়াল পেজ বা নিম্নের দুটি নাম্বার ব্যাতিত কোন রকম লেনদেনে জড়াবেন না। মোবাইল: 01867329107 হটলাইন: 01935355252

সারা বাংলাদেশে শিল্প এলাকায় টানা কয়েকদিন ধরে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

সারা বাংলাদেশে টানা কয়েকদিন ধরে বিক্ষোভে পোশাক শ্রমিকরা
নারায়ণগঞ্জ, মিরপুরে, সাভার, আশুলিয়া, গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে টানা কয়েকদিন ধরে , রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা বন্ধ করে দেন বেশকিছু পোশাক কারখানা।
শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী কোনাবাড়ি, মৌচাক কাশিমপুর এলাকার কয়েকটি কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। পরে তারা ওই মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেন। শ্রমিকরা লাঠি-সোঠা হাতে নিয়ে দোকানপাট, বিভিন্ন মেডিসিনের দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেন। এ সময় হামলার আশংকায় কোনাবাড়ি এলাকার দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
বিক্ষোভকারীরা মহানগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
কোনাবাড়ি থেকে মিছিল সহকারে শ্রমিকরা ভোগড়া বাইপাস হয়ে ঢাকা-ময়মনসিংহ দিয়ে কলম্বিয়া গার্মেন্টস পর্যন্ত যান। সেখানে তারা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার তেলিচালা ও মৌচাক এলাকার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন। গত কয়েকদিনে তারা এসব এলাকায় ব্যাপক কারখানা ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করেছেন।
কোনাবাড়ি তুষকা নামের একটি পোশাক কারখানার শ্রমিক আমেনা আক্তার বলেন, আমাদের বেতন ৮ হাজার টাকা। এই টাকায় আমাদের সংসার চলে না। আমরা চাই আমাদের বেতন যেন ২৩ হাজার টাকা করা হয়।
কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, বাজারে এখন সব কিছুর দাম বেশি। তাই বর্তমান বেতন দিয়ে চলতে পারি না। দেশে টাকা পাঠাতে হয়। সেই টাকাও এখন পাঠাতে পারি না। পুরো মাস ধার দেনা করে চলতে হয়। ঘর ভাড়াও দিতে হয়।
পোশাক শ্রমিক আফরোজা বেগম বলেন, অপারেটর পদে চাকরি করি। বেতন ১০ হাজার ২০০ টাকা। দ্রব্যের অতিরিক্ত দামের কারণে এই বেতনে সংসার চলে না। কারখানা কর্তৃপক্ষকে বেতন বাড়ানোর কথা বললেও তারা বেতন বাড়াচ্ছে না। বাধ্য হয়ে আন্দোলন করতে এসেছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আসাদুজ্জামান জানান, বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন। এছাড়া বিভিন্ন কারখানায় পাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশি it কোম্পানি

বালিয়াকান্দিতে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্টজাল  আগুনে পুড়িয়ে ধ্বংস

x

সারা বাংলাদেশে শিল্প এলাকায় টানা কয়েকদিন ধরে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

Update Time : ১২:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

সারা বাংলাদেশে টানা কয়েকদিন ধরে বিক্ষোভে পোশাক শ্রমিকরা
নারায়ণগঞ্জ, মিরপুরে, সাভার, আশুলিয়া, গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে টানা কয়েকদিন ধরে , রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা বন্ধ করে দেন বেশকিছু পোশাক কারখানা।
শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী কোনাবাড়ি, মৌচাক কাশিমপুর এলাকার কয়েকটি কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। পরে তারা ওই মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেন। শ্রমিকরা লাঠি-সোঠা হাতে নিয়ে দোকানপাট, বিভিন্ন মেডিসিনের দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেন। এ সময় হামলার আশংকায় কোনাবাড়ি এলাকার দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
বিক্ষোভকারীরা মহানগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
কোনাবাড়ি থেকে মিছিল সহকারে শ্রমিকরা ভোগড়া বাইপাস হয়ে ঢাকা-ময়মনসিংহ দিয়ে কলম্বিয়া গার্মেন্টস পর্যন্ত যান। সেখানে তারা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈর উপজেলার তেলিচালা ও মৌচাক এলাকার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন। গত কয়েকদিনে তারা এসব এলাকায় ব্যাপক কারখানা ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করেছেন।
কোনাবাড়ি তুষকা নামের একটি পোশাক কারখানার শ্রমিক আমেনা আক্তার বলেন, আমাদের বেতন ৮ হাজার টাকা। এই টাকায় আমাদের সংসার চলে না। আমরা চাই আমাদের বেতন যেন ২৩ হাজার টাকা করা হয়।
কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, বাজারে এখন সব কিছুর দাম বেশি। তাই বর্তমান বেতন দিয়ে চলতে পারি না। দেশে টাকা পাঠাতে হয়। সেই টাকাও এখন পাঠাতে পারি না। পুরো মাস ধার দেনা করে চলতে হয়। ঘর ভাড়াও দিতে হয়।
পোশাক শ্রমিক আফরোজা বেগম বলেন, অপারেটর পদে চাকরি করি। বেতন ১০ হাজার ২০০ টাকা। দ্রব্যের অতিরিক্ত দামের কারণে এই বেতনে সংসার চলে না। কারখানা কর্তৃপক্ষকে বেতন বাড়ানোর কথা বললেও তারা বেতন বাড়াচ্ছে না। বাধ্য হয়ে আন্দোলন করতে এসেছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আসাদুজ্জামান জানান, বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন। এছাড়া বিভিন্ন কারখানায় পাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।